মৌলভীবাজারে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ সমাপ্ত

- আপডেট সময় ০৮:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১০৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫, আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ সিলেট ও ময়মনসিংহ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শুক্রবার মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামের হলরুমে অনুষ্টিত হয়।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হোন ময়মনসিংহের দাবাড়ু গোলাম মোস্তফা ভুইয়া, রানার্সআপ হোন একই জেলার কেন্ডিডেট মাস্টার অভিক সরকার, তৃতীয় হোন সুনামগঞ্জের দাবাড়ু শতশ্রু শোভন দে।
এই তিনজন দাবাড়ু আগামী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকায় অনুষ্টিতব্য ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট মোস্তাক আহমদ মম, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাজহারুল মজিদ ও সিলেটের দাবাড়ু সনাতন জাহিদ।
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়) এর খেলা গত ২৫ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজারে শুরু হয়।
৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে ৫ দিন ব্যাপী অনুষ্টিত এ প্রতিযোগিতায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় হতে আগত ২৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
