মৌলভীবাজারে ইয়াবাসহ আটক-১
- আপডেট সময় ০৭:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৫৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলবীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার শেরপুর সড়কে ইয়াবা বিক্রিরত অবস্থায় একটি নোহা মাইক্রোবাসসহ মাদক কারবারি মুহিবুর রহমান (১৯) কে আটক করা হয়।
আটক মাদক কারবারি নবিগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের উসমানগগনির ছেলে। আটকের পর মাদক কারবারি মুহিবুরের জিন্স প্যান্টের পকেট থেকে ৩টি পলিথিনে মোড়ানো পুটলা থেকে ৭০০ পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


















