মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সচিব হলেন আব্দুর রহিম রিপন,নতুন আরও তিন সদস্য অন্তর্ভুক্তি
- আপডেট সময় ০৬:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৬১৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব পদে নতুন দায়িত্ব পেলেন জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুর রহিম রিপন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত (সুত্র নং – বিএনপি /সাধারণ /৭৭/৩২৮/২০২৪) জেলা বিএনপির বর্তমান আহবায়ক ফয়জুল করিম ময়ূন বরাবরে এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান ৩২ সদস্য আহবায়ক কমিটিতে নতুন করে আরও তিনজন সদস্যকে মনোনীত করে অন্তর্ভুক্তি করা হয়। এরা হলেন- প্রবীণ বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাশ,জেলা মহিলা দল নেত্রী শ্যামলী সূত্র ধর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু।
এ নিয়ে জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সংখ্যা ৩৫ এ উন্নীত হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিএনপির সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ,সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী,জেলা বিএনপির নতুন সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহবায়ক কমিটির সদস্য এড সুনীল কুমার দাশ,শ্রীমতি শ্যামলী সূত্র ধর ও মুজিবুর রহমান মজনুকে ওই পত্রের অনুলিপি ও অবগতি করা হয়।