মৌলভীবাজারে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ৬১৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর ও জাঁকজমকভাবে শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এর সঞ্চালনায়।
সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন, যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন।
সম্মেলনে সাতটি উপজেলা থেকে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন।
জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।
এই সম্মেলনে যুবলীগের নেতৃত্ব ভোটের মাধ্যমে নাকি মনোনীত হবেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, যুগ্মসাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সদস্য মোবাশ্বির আহমেদ ও সিতার আহমদ, যুবলীগ নেতা আব্দুল মতিন।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত, সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন নিক্সন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও সৈয়দ নাজমুল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)