মৌলভীবাজারে ঢাকা ব্যাংকের “তারুণ্যের উৎসব ২০২৫ আর্থিক স্বাক্ষরতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান

- আপডেট সময় ১০:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে

ঢাকা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার উদ্যোগে রবিবার বিকাল ৫ঘটিকায় শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫”। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল— “তারুণ্যে আর্থিক স্বাক্ষরতা নিশ্চিত করা”।
অনুষ্ঠানে শাখা প্রধান জনাব মুর্শেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, “তথ্য প্রযুক্তির এই সময়ে সবাইকে প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।”
বিশিষ্ট সাংবাদিক সৈয়দ উমেদ আলী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এবং সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ ব্যবসায়ী মোঃ তালেব উদ্দিন। তিনি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সততা ও সৎ মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির প্যানেল লইয়ার এড.আনোয়ার ইসলাম জাবেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ-নারী উদ্যোক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার ম্যানেজার (অপারেশনস)। তিনি আর্থিক স্বাক্ষরতার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন ঋণ সুবিধা, ডিজিটাল অ্যাপস ও বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত করার আহ্বান জানান।
