মৌলভীবাজারে তথ্য অধিকার নিয়ে আরটিআই এবং আরআইবির সেমিনার
- আপডেট সময় ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ২৭৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ তথ্য অধিকার আইনের প্রয়োগ, বিস্তার এবং আইন সম্পর্কে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আরটিআই এবং আরআইবি আয়োজনে মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনাস্থ মামারবাড়ী রেস্টুরেন্টে সেমিনার অনুষ্ঠিত হয়।
১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সেমিনারে মৌলভীবাজার জেলার প্রায় ৩০ জন নাগরিক অংশগ্রহণ করেন। রিসার্চ ইন্সটিটিভস বাংলাদেশ এর কর্মকর্তা এড. রোহিনাজ মৌলভীবাজারে বিগত দুই বছর তথ্য অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। কাজ করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন আরআইবি এর স্থানীয় প্রতিনিধি জহরলাল দত্ত।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আকমল হোসেন নিপু, ডেইলি স্টারের প্রতিনিধি মিন্টু দেশওয়ারাসহ কৃষক, শ্রমিক সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ।
আরটিআই এবং আরআইবি এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার সম্পর্কে বাংলাদেশের তথ্য অধিকার আইনের প্রয়োগ ও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এনিয়ে রিসার্চ ইন্সটিটিভস বাংলাদেশ তথ্য চেয়ে মৌলভীবাজার জেলার সদর উপজেলায় ৫ শত আবেদন করেছে। এর মধ্যে ৬১ টি আবেদন এর উত্তর পেয়েছেন। বাকি ৪ শত ৩৯ টি আবেদনের কোন উত্তর আরআইবি পায় নি। যার প্রতিক্রিয়ায় আরটিআই এবং আরআইবি আগামীতে আপীল করবে বলে জানান সমন্বয়ক জহরলাল দত্ত।