মৌলভীবাজারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

- আপডেট সময় ০২:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনবান্ধব ভূমি সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে ২৫,২৬,২৭ মে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকালে মেলা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক কার্যলয়ে ভৃমি মেলার উদ্বোধন করেন,জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। এছাড়াও মেলা উপলক্ষে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা আক্তার,সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনসহ জেলা প্রশাসক কর্যালয়ের কর্মকর্তা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ,সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
