মৌলভীবাজারে দুই দিনব্যাপী সাহিত্য সন্মেলন ও সাংস্কৃতিক উৎসব ২০২২ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৮:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ২৮৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে দুই দিনব্যাপী সাহিত্য সন্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মিলনায়তন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা ও পরিচালনায় আগামী ৮ ও ৯ নভেম্বর জেলা শিল্পকলায় দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানা,সিনিয়র সাংবাদিক পিপি এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার বিশিষ্ঠ লেখক, কবি, সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে। উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্দ্রী কে এম খালিদ এমপি।