মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী বিতর্ক,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

- আপডেট সময় ০৯:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এ লক্ষে মৌলভীবাজারে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২০ জুলাই রবিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব হল রুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সার্বিক সহযোগিতায় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা: আবু মুহিত চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, রাজনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ এ কে জিল্লুল হক।
শাহ তাহমিদ সাকিবের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নুরজাহান সোয়ারা, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল বশির মসুদ।
দুর্নীর্তি বিরোধী রচনা প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অধিকার করেছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা তাবাস্সুম সানজিদা, ২য় হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাবেরী তাসনিম আরশী, ৩য় হয়েছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী নওশীন জাহান রাইসা।
রচনা প্রতিযোগিতায় খ বিভাগে ১ম হয়েছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী রওনক জাহান রিতু, ২য় হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী অভ্র কান্ত সানা, ৩য় হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীর ধ্রুব দাশ বিশাল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে ১ম হয়েছে দি ফ্লাওয়ার্স কে,জি এন্ড হাই স্কুলের ৭ম শ্রেণর শিক্ষার্থী পূর্ণতা সুত্রধর, ২য় বাহার মর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী আখি বৈদ্য স্নেহা, ৩য় হয়েছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাজাত ইসলাম মীম।
চিক্রাঙ্কন প্রতিযোগিতায় খ বিভাগে ১ম হয়েছে দি ফ্লাওয়ার্স কে,জি এন্ড হাই স্কুল ৯ম শ্রেণীর শিক্ষার্থী নিবেদিতা দত্ত, ২য় হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল এর শিক্ষার্থী ৯ম শ্রেণী মুমতাহিনা খান, ৩য় মনুমুখ পলিটেকনিকেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার।
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দল হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ান দলের প্রথম হয়েছে সৈয়দ শাকুরুল হক, দ্বিতীয় আব্দুর রহমান শাহী ও তৃতীয় চ্যাম্পিয়ান আব্দুল কাইয়ুম।
রানারআপ হয়েছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার আপ দলের প্রথম নাজিয়া আনজুম মৌনতা, দ্বিতীয় সৈয়দা তাকসীন হোসেন, তৃতীয় হুমায়রা বিনতে হুসাইন ।
শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়াকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, এডভোকেট শাহ আলখাকুল আম্বিয়া।
