মৌলভীবাজারে নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক
- আপডেট সময় ০৫:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৩৯৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে নারী ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বৃহস্পিতবার (১২ মে) সকাল ১১টার দিকে মৌলভীবাজার শহরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদেরকে আটক থানায় পাঠানো হয়।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন।
আটক ১৮ রোহিঙ্গারা হলো : সইদুল আমিন (১৯), আয়েশা খাতুন ( ২৭), তারেক জমিন (১২), আয়াতুল্লাহ (৬), আসমা বেগম (৮), ইনসা বেগম (২), ফাতেমা ( ৬ মাস), ইয়াসিন আরাফাত ( ২৬), নুর সাবা ( ২২), সমির ( ৫), মোছা. সমিরা, মনসুর আহমদ ( ৩০), বিবি আয়েশা (২৫), ইয়াসর ( ৪), কয়সর (২), ১কুলসুমা (১২), ইসপা ( ৯) ও আমিনা বেগম (২০)।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার ২৪ ডট কমকে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা বলে জানাযায়।