মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ৪৬২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলায় মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সঞ্চালনায় মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
পুলিশ সুপার বলেন, “আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। আমাদেরকে একটি টিম হিসেবে সবার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, “ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সকল পুলিশকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ মালামাল, ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রে ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সব রকম নাশকতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)