ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদককারবারী আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল বিদেশি মদ এবং ১৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ জালাল মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার শহরের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত জালাল মিয়ার দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে একটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ১৭০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত জালাল মিয়া কমলগঞ্জ থানাধীন কালেঙ্গা এলাকার আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিল। সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য আমরা পেয়েছি। এঘটনায় আটককৃত জালাল ও পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এছাড়া বড়লেখায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অহিদ আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে শ্রীমঙ্গল থানা পুলিশের অপর এক অভিযানে ৯ বোতল ভারতীয় মদসহ উত্তম কাহার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের ডলুবাড়ি লাইন এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃত উত্তম কাহারের বসতঘরে তল্লাশি করে বিভিন্ন ব্র‍্যান্ডের ৯ বোতল (৪১২৫ মিলি) ভারতীয় মদ জব্দ করা হয়।

এর পাশাপাশি মৌলভীবাজার সদর থানা পুলিশ শহরের গোবিন্দশ্রী এলাকার জনৈক সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩০ পুরিয়ায় মোট ১৫০ গ্রাম গাঁজাসহ সোহেল আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।

এসব ঘটনায় মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল এবং বড়লেখা থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদককারবারী আটক

আপডেট সময় ০৪:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

মৌলভীবাজার জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল বিদেশি মদ এবং ১৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ জালাল মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার শহরের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত জালাল মিয়ার দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে একটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ১৭০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত জালাল মিয়া কমলগঞ্জ থানাধীন কালেঙ্গা এলাকার আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিল। সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য আমরা পেয়েছি। এঘটনায় আটককৃত জালাল ও পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এছাড়া বড়লেখায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অহিদ আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে শ্রীমঙ্গল থানা পুলিশের অপর এক অভিযানে ৯ বোতল ভারতীয় মদসহ উত্তম কাহার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের ডলুবাড়ি লাইন এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃত উত্তম কাহারের বসতঘরে তল্লাশি করে বিভিন্ন ব্র‍্যান্ডের ৯ বোতল (৪১২৫ মিলি) ভারতীয় মদ জব্দ করা হয়।

এর পাশাপাশি মৌলভীবাজার সদর থানা পুলিশ শহরের গোবিন্দশ্রী এলাকার জনৈক সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩০ পুরিয়ায় মোট ১৫০ গ্রাম গাঁজাসহ সোহেল আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।

এসব ঘটনায় মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল এবং বড়লেখা থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।