মৌলভীবাজারে পূজা পরিষদের মানববন্ধন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১১:৫১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৬৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা শহরের চৌমোহনা চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাশ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধন পালিত হয়। এই কর্মসূচিতে জেলা, সদর উপজেলা, পৌরসভা শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। আমরা প্রত্যাশা করি অবিলম্বে প্রধানমন্ত্রী এই তিনটি দাবী বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।
এছাড়াও মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সহ জেলার হিন্দু জনসাধারণ অংশগ্রহণ করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)