মৌলভীবাজারে প্রবাসী কর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
- আপডেট সময় ০২:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ৪৩৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে প্রবাসী কর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) ডিইএমও এর সম্মেলন কক্ষে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর নিয়ন্ত্রণাধীন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড কতৃক প্রদত্ত এ চেক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাহিদ আহসান বলেন, প্রবাসীরা নিজের পরিবার ছেড়ে দূরদেশে গিয়ে টাকা উপার্জন করছেন।এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য এই শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।
এই শিক্ষাবৃত্তি তাদের সন্তানদের পড়ালেখার গতি বাড়াবে বলে মনে করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আক্তার হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
অনুষ্ঠানে ২২ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরন করা হয়।