মৌলভীবাজারে প্রবীণ ব্যক্তিদের সহায়তা কর্মসূচি বিষয়ে অবহিতকরণ সভা
- আপডেট সময় ০১:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ৪০১ বার পড়া হয়েছে
বিণেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে প্রবীণ ব্যক্তিদেও সহায়তা কর্মসূচির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১মে) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স¦াস্থ্য ও প.প. কর্মকর্তার সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স¦াস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: বর্নালী দাশ এর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা: সুরাইয়া আক্তার এর পরিচালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন।
আয়োজিত প্রবীণ স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মহিলা অধিদপ্তরের কর্মমকর্তাসহ উপজেলা কৃষি কর্মকর্তা,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,জনস্বাস্থ্য কর্মকর্তা,ডাক্তার,সাংবাদিক শিক্ষক,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অপৃর্ব কান্তি ধর সহ সদর উপজেলা বিভিন্ন জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বিভিন্ন এলাকাসহ প্রত্যেক অ লগুলোতেও কিভাবে প্রবীণ ব্যক্তিদের সার্বিক সহযোগিতা ও সহায়তা দেয়া যায় সে সকল বিষয়ে বিশদ আলোচনা ও কর্মসূচি নেয়া হয়।