মৌলভীবাজারে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের মতবিনিময় ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

- আপডেট সময় ০৫:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৭৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ গার্ল গাইডস স্হানীয় এসোসিয়েশন সদর উপজেলা মৌলভীবাজার কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার ১৫ সদস্য বিশিষ্ট একটি স্থানীয় কমিটি গঠন করা হয়।
কমিটিতে ৪৮ জন কাউন্সিলের উপস্থিতিতে স্থানীয় কমিশনার হিসেবে নির্বাচিত হন শাহিন রহমান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন অপরাজিতা রায় এবং কোষাধক্ষ্য হিসেবে নির্বাচিত হন নাজমা আক্তার এবং আরো বিভিন্ন বিদ্যালয়ের গাইডার ওবিজ্ঞ পাখি ১২জন সদস্য নির্বাচিত হয়ে নতুন কমিটি গঠন করা হয়।
এ কমিটি গঠন কার্যক্রমে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন জেলা কমিশনার নূরজাহান সূয়ারা জেলা সেক্রেটারি মাধুরী মজুমদার ও জেলা কোষাধ্যক্ষ জনাব হেম প্রভা সিনহা এর উপস্থিতে তিন বছর মেয়াদি বাংলাদেশ গাইড বাংলাদেশ গার্ল গাইডস স্থানীয় এসোসিয়েশন সদর উপজেলা মৌলভীবাজার নতুন কমিটি নির্বাচিত হয়।
