মৌলভীবাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম বেগবান করতে বিশেষ সভা
- আপডেট সময় ০৯:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বিএনপির চলমান প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সভা।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা বাস-মিনিবাস কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন সভা পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মৌলভীবাজার জেলার কেন্দ্রীয় টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক,নাসির উদ্দিন মিঠু, মোশারফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকসি মিসবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপির প্রতিটি ইউনিটে এ কার্যক্রম আরও গতিশীল করে তোলার আহ্বান জানান।


















