ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে বিভিন্ন সড়কে ভোগান্তি ও নিরাপত্তায় পুলিশের বিশেষ চেকপোস্ট স্থাপন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ৪৬৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: ”গতিসীমা মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি”এ স্লোগানে জেলার বিভিন্ন সড়কে ঈদ ও ঈদ পরবর্তী সময়ে সড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) সকালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শহরের মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন সড়কে স্থাপিত ট্রাফিক চেকপোস্ট পরিদর্শন ও বিশেষ অভিযান পরিচালনা করেছেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঈদ পরবর্তীতে যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যরাতদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে এবং জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা দিতে জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরাও জানান, জেলা জুড়ে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :