মৌলভীবাজারে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩২৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চেম্বার অব কমার্সের আয়োজনে শহরের কাশিনাথ স্কুলের পাশে গির্জাপাড়া মাঠে মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলা মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস, চেম্বার সদস্য এডভোকেট গৌছ উদ্দিন লিক্সন,চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, চেম্বার সদস্য,বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদ ক মাহাবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ চেম্বারের অন্যান্য সদস্য,ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)