মৌলভীবাজারে রাপালী ব্যাংকের নাইটগার্ডের মৃতদেহ উদ্ধার

- আপডেট সময় ১০:৪০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ৬৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি; মৌলভীবাজার সদর উপজেলার একটুনা ইউনিয়নের রাপালী ব্যাংক লিমিটেড এর নাইট গার্ড মো: বেলাল আহমদ (২২) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে শ্যামরাবাজার শাখা রূপালী ব্যাংকের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। বেলাল আহমদ সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়মান গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
স্থনায়ী সূত্রে জানাযায়, সকালে ব্যাংকের সাটার লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে সাটার খোলে দেখতে পান বেলাল আহমদের ঝুলন্ত লাশ পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্ পাঠানো হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, এটা হত্যা না আত্নহত্যা ময়না তদন্তের পর বিস্তারিত জানাযাবে।
