মৌলভীবাজারে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এর উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৩:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৪৬৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনিয়োগকারীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুরে শহরের আরকে কমপ্লেক্স ভবনের লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এর অফিসে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ইনর্চাজ সৈয়দ তৈফিক আহমদ এর সভাপতিত্বে কর্মশালায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন,লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এর সিলেট ব্রাঞ্চ ইনর্চাজ মো: শামছুউদ্দিন ।
বিনোয়গকারীদের পক্ষে বক্তব্য রাখেন,বিনিয়োগকারী এডভোকেট ড. আবু তাহের,আরকে কমপ্লেক্স ভবনে স্বত্তাধিকারী মো: শামিম আহমদ। এময় উপস্থিত ছিলেন, বিনিয়েগকারী, শিক্ষক মো: ফজলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ি,মো: ইয়াওর আহমদ,এডভোকেট আব্দুল মতিন চৌধুরী,মৌলভীবাজার প্রেসকরাবের সহ- সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল,বিনিয়োগকারি সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন,ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজ,বিনিয়োগকারি বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ মাহসিন খাঁন, মিজানুর রহমান,জুনেদ আহমদ,ইসতিয়াক আহমসহ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এর বিনিয়োগকারীরা।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ইনর্চাজ সৈয়দ তৈফিক আহমদ বলেন,পুঁজিবাজার বিষয়ক শিক্ষার জন্য লংকাবাংলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব সময় আপনাদের পাশে থাকবে এবং বিনিয়োকারীদের জন্য কাজ করে যাবে।
বক্তরা বলেন,জীবনের যেকোনো কাজে প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের যেমন কোন বিকল্প নাই, ঠিক তেমনি ক্যাপিটাল মার্কেটের মত গুরুত্বপূর্ণ সেক্টরে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের পেশাগত জ্ঞান আরো সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)