মৌলভীবাজারে সচেতন পরিক্রমা প্রকাশনা উৎসব
- আপডেট সময় ০৪:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৬১৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার এর বার্ষিক মুখপত্র সচেতন পরিক্রমা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার হল রুমে অনুষ্ঠিত হয়।
সনাফ এর যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল এর পরিচালনায় ও সচেতন নাগরিক ফোরাম (সনাফ) এর সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল খালিক।
বক্তরা বলেন,সচেতন নাগরিক ফোরাম মৌলভীবাজারে বিগত দিনের কার্যক্রম, প্রশংসার দাবী রাখে সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার কল্যাণে সাংগঠনটি সুদূরপ্রসারি পরিকল্পনা গ্রহন করে সূখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে ভালো ভূমিকা রাখবে।
তিথি হিসেবে বক্তব্যে রাখেন, সরকারি মহিলা কলেজের সমাজ বিঞ্জানের বিভাগীয় প্রধান সাহ আব্দুর ওয়াদুদ। বক্তব্যে রাখেন,সিনিয়র সহ- সভাপতি সৈয়দ জুয়েল আহমদ,সহ- সভাপতি তোয়াহিদ মিয়া,সহ- সভাপতি এইচ এম মাহমুদুল হাসান,সহ- সভাপতি সৈয়দ আবুল কালাম আজাদ,সহ- সভাপতি শফিউল আলম জগলু,সহ- সভাপতি মোঃ নোমান মিয়া,সহ সভাপতি মো: মোনাহিম কবির,যুগ্ন সাধারণ সম্পাদক যুগ্ন সাধারণ সম্পাদক মাও: আরিফ আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান দুলাল,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল,পরিকল্পনা বিষায়ক সম্পাদক ফাহাদ আলম।
এসময় সচেতন নাগরিক ফোরাম (সনাফ)এর কার্যনিবাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।