ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মানুষের অধিকার ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ গঠন মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চ্যানেল ২৪ সাংবাদিক আব্দুর রব, পুড়ে গেল মোটরসাইকেল বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকওয়াজ আসাদ মিলন এর মনস্তাত্ত্বিক কথন সিরিজ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা ডিবি পুলিশের মৃ ত দে হ উদ্ধার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চ্যানেল ২৪ সাংবাদিক আব্দুর রব, পুড়ে গেল মোটরসাইকেল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বুধবার দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চ্যানেল ২৪–এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী আব্দুর রব। মৌলভীবাজারে পরিচিত এই কর্মঠ সাংবাদিক একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের তথ্য যাচাই করতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,  মৌলভীবাজার-ঢাকা মহাসড়কের শ্রীমঙ্গল বিসিক শিল্প নগরীর সামনে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান। এতে তার মাথায় ও পায়ে মারাত্মক আঘাত লাগে। ধাক্কা লাগার পর আব্দুর রবের মোটরসাইকেলে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ট্যাংকিসহ বাইকের বেশ কিছু অংশ পুড়ে যায়।
দুর্ঘটনায় তার সহযাত্রী ক্যামেরাপার্সন আমির মিয়াও আহত হয়েছেন। তার পা ও হাতে গভীর আঘাত লাগে। অন্যদিকে দ্রুতগতির মোটরসাইকেলের চালকও ঘটনাস্থলে আহত হয়েছেন।

করে স্থানীয়রা আহত সাংবাদিক আব্দুর রবকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার৷ চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার মাথায় আঘাত এবং পায়ের তিনটি স্থানে হাড়ে ফাটল রয়েছে। তিন মাস চিকিৎসাধীন থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় গণমাধ্যম কর্মী রাজেস ভৌতিক জানান, “সাংবাদিক আব্দুর রবের মাথায় হেলমেট থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন, কারণ হেলমেটে এতো জুড়ে আঘাত লাগেছে হেলমেট ভেঙ্গে তিনি মাথায় আঘাত পেয়েছেন। অন্যতায় মাথায় সরাসরি আঘাত পেলে হয়তো আমাদের অন্য খবর শুনতে হতো।”

দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং সহকর্মী আব্দুর রবের পাশে দাঁড়ান। মৌলভীবাজার প্রেসক্লাব ও জেলায় কর্মরত স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চ্যানেল ২৪ সাংবাদিক আব্দুর রব, পুড়ে গেল মোটরসাইকেল

আপডেট সময় ০৭:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বুধবার দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চ্যানেল ২৪–এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী আব্দুর রব। মৌলভীবাজারে পরিচিত এই কর্মঠ সাংবাদিক একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের তথ্য যাচাই করতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,  মৌলভীবাজার-ঢাকা মহাসড়কের শ্রীমঙ্গল বিসিক শিল্প নগরীর সামনে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান। এতে তার মাথায় ও পায়ে মারাত্মক আঘাত লাগে। ধাক্কা লাগার পর আব্দুর রবের মোটরসাইকেলে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ট্যাংকিসহ বাইকের বেশ কিছু অংশ পুড়ে যায়।
দুর্ঘটনায় তার সহযাত্রী ক্যামেরাপার্সন আমির মিয়াও আহত হয়েছেন। তার পা ও হাতে গভীর আঘাত লাগে। অন্যদিকে দ্রুতগতির মোটরসাইকেলের চালকও ঘটনাস্থলে আহত হয়েছেন।

করে স্থানীয়রা আহত সাংবাদিক আব্দুর রবকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার৷ চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার মাথায় আঘাত এবং পায়ের তিনটি স্থানে হাড়ে ফাটল রয়েছে। তিন মাস চিকিৎসাধীন থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় গণমাধ্যম কর্মী রাজেস ভৌতিক জানান, “সাংবাদিক আব্দুর রবের মাথায় হেলমেট থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন, কারণ হেলমেটে এতো জুড়ে আঘাত লাগেছে হেলমেট ভেঙ্গে তিনি মাথায় আঘাত পেয়েছেন। অন্যতায় মাথায় সরাসরি আঘাত পেলে হয়তো আমাদের অন্য খবর শুনতে হতো।”

দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং সহকর্মী আব্দুর রবের পাশে দাঁড়ান। মৌলভীবাজার প্রেসক্লাব ও জেলায় কর্মরত স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।