মৌলভীবাজারে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৪৬১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর জনমিলন কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দ জোহর আলাউদ্দিন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, মিছবাহুর রহমান সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ,মোহাম্মদ জাকারিয়া পুলিশ সুপার,মোঃ ফজলুর রহমান পৌর সভার মেয়র, আশু রঞ্জন দাস সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ, হাফেজ মাঃ শিহাব উদ্দিন ইমাম মৌলভীবাজার জেলা জামে মসজিদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। জাতি ধর্ম-বর্ণ র্নিবিশেষে সকল ধর্মের মানুষ এ ভুখন্ডে একসাথে বসবাস করে আসছে। তিনি আরোও বলেন, আমরা মুক্তিযুদ্ধে সম্প্রীতির বন্ধন অটুট রেখে যুদ্ধ করেছিলাম তেমনি আজও সেই বন্ধনঅটুট রেখে একসাথে কাজ করে যাবো।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পৌরোহিত অন্যান্যরা।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)