মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনাসভা

- আপডেট সময় ০৪:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১২৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, ইয়হিয়া আহমদ চৌধুরী এর পরিচালনায় ও ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সদর মোঃ তাজ উদ্দিন।
বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজারেরর উপ-পরিচালক, মোঃ ফারুক আলম, আলেমদের পক্ষে জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মো: আব্দুল হক।
দোয়া পরিচালনা করেন, পালপুর জামে মসজিদ,ইমাম ও খতিব, হাফেজ কামরুল ইসালম।
আলোচনা সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ অংশ নেন।