মৌলভীবাজারে সেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১০:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ৪৮৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে আ’লীগ প্রার্থী জিল্লুর রহমানের সমর্থনে সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১টায় পৌরজনমিল কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপুর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা আ’লীগের কিছু নেতা কর্মীদের লোকচুরি না খেলে প্রকাশ্যে নৌকার পক্ষে মাঠে কাজ করার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী শাখার সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ্ছদসেবকলীগের সাবেক জেলা সভাপতি নজমুল হক, জেলা আ’লীগের সহসভাপতি মসুদ আহমদ, আ’লীগ নেতা নওশের আলী খোকন ও ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোঃ জাকারিয়া প্রমুখ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)