মৌলভীবাজারে হরতালে সর্তক অবস্থানে পুলিশ

- আপডেট সময় ০৫:১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৬০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। এছাড়াও মৌলভীবাজারে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন রুটে যাত্রী নিয়ে কিছু গণপরিবহন ছেড়ে যেতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকালে শহরের ঢাকা বাস ট্রামিনাল লোকাল ট্রামিনাল থেকে বিভিন্ন রুটে কিছু গণপরিবহন ছেড়ে যায়। তবে যাত্রীদের উপস্থিত কিছুটা কম দেখা গিয়েছে। তবে ঢাকাগামী যান চলাচল কম ছিল। এসব স্থানে পুলিশের বাড়তি সর্তকতা জোরদার ছিল।
অন্যদিকে, বিএনপি-জামায়াতের হরতালে সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থানে দেখা গেছে। তবে হরতালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে তেমন দেখা যায়নি।
অপরদিকে,শহরের অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিত কম।
মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান জনগণের ঝালমাল রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
