ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজার আসার পথে দুমড়েমুচড়ে গেলো পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ১২৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রাইভেট কারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ডেপুটি হাইকমিশনারের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর (৪৫) তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি প্রাইভেট কারে মৌলভীবাজারে যাচ্ছিলেন। ওই প্রাইভেট কারে কামার আব্বাস খোখরের স্ত্রী রেহেনা সারওয়ার খোখর (৪০), বড় মেয়ে হুদা আব্বাস খোখর (১৫), ছোট মেয়ে ফাতিমাহ খোখর (১৩) ও ছেলে মুহাম্মদ খোখরও (১২) ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর সেতুর কাছে পৌঁছালে তাঁদের প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে অল্পের জন্য তিনি ও তাঁর পরিবারের সদস্যরা রক্ষা পেয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসের চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনার পর তাঁরা অন্য একটি গাড়িতে গন্তব্যে চলে গেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার আসার পথে দুমড়েমুচড়ে গেলো পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি

আপডেট সময় ০২:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রাইভেট কারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ডেপুটি হাইকমিশনারের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর (৪৫) তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি প্রাইভেট কারে মৌলভীবাজারে যাচ্ছিলেন। ওই প্রাইভেট কারে কামার আব্বাস খোখরের স্ত্রী রেহেনা সারওয়ার খোখর (৪০), বড় মেয়ে হুদা আব্বাস খোখর (১৫), ছোট মেয়ে ফাতিমাহ খোখর (১৩) ও ছেলে মুহাম্মদ খোখরও (১২) ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর সেতুর কাছে পৌঁছালে তাঁদের প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে অল্পের জন্য তিনি ও তাঁর পরিবারের সদস্যরা রক্ষা পেয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসের চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনার পর তাঁরা অন্য একটি গাড়িতে গন্তব্যে চলে গেছেন।