মৌলভীবাজার ইসলামী জ্ঞান জিজ্ঞাসা ২০২২ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময় ০৩:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৪২৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ইসলামী জ্ঞান জিজ্ঞাসা ২০২২ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ অক্টোবর মৌলভীবাজার উপজেলা মিলনায়তনে মৌলভীবাজার আত্ তাকবীর ইসলামী সোসাইটির আয়োজনে ইসলামী জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
সংগঠনের আহবায়ক মোঃ খায়রুল আমিন সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মুর্শেদ মুন্না ও জহির খানের যৌথ সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোতাহার বিল্লাহ,মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মোঃ আব্দুল আউয়াল, আব্দুল বাছিত, ছয়ফুল আলম খান,আব্দুল বাছিত খান,মঈনুদ্দিন আহমদ।
স্বাগত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব মুর্শেদ আহমদ মুন্না।
বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাজহারুল ইসলাম, ফাতেমা জহুরা, নজরুল ইসলাম,মনির মিয়া, তানিয়া রশীদ, শাযুস সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী, অভিভাবক মদব্বির হোসেন,পরীক্ষার্থী জান্নাতুন নুর জুলফা। কোরআন তেলাওয়াত করেন আনিসুল হক তামিম। উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজিফা আনজুম সারাহ। ২য়-স্থান অর্জন করেছে শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়তাসনিয়া নুসরাত তামান্না। ৩য়-স্থান অর্জন করেছে আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সালমা খানম।