মৌলভীবাজার কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা,এসপি’র সতর্কবার্তা
- আপডেট সময় ০৩:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৭৫৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। পুলিশে জনবল নিয়োগকে কেন্দ্র করে অনেক সময় মৌলভীবাজারসহ সারা দেশে একটি চক্র প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠে।
এ বিষয়ে মৌলভীবাজারের প্রার্থীদের একটি বার্তা দিয়ে সতর্ক করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
তিনি বলেন- ‘‘আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে- আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর মৌলভীবাজার জেলা-পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই সম্পন্ন করা হবে। কনস্টেবল পদে নিয়োগের বিদ্যমান নিয়ম-নীতি আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ। এ পদ্ধতিেতে নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশের পর হতে মোট ৭টি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এই নিয়োগকে সামন রেখে অনেক সময় অনেক অসাধু চাক্র, প্রতারক ও দালালরা চাকরি পাইয়ে দেবে মর্মে প্রার্থী ও তার পরিবারের সঙ্গে যোগাযাগ করে। আমি জেলার পুলিশ সুপার হিসেবে আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই- আপনারা এ ধরনের কোনো অবৈধ লেন-দেন প্রক্রিয়ার সঙ্গে নিজেেকে সম্পৃক্ত করবেন না। এই প্রক্রিয়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতার সঙ্গে সস্পন্ন করা হবে। আপনাদের কাছে এ ধরনের কোনো অবৈধ প্রস্তাব যদি আসে, আপনারা সঙ্গে সঙ্গ নিকটস্থ থানার অফিসার ইনচার্জকে অথবা সরাসারি পুলিশ সুপারকে ফোনের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেবেন। আমি আশা করি- আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই নিয়োগ প্রক্রিয়াকে মেধা, যোগ্যতা এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে পারবো ইনশা আল্লাহ।
জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এ পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিলো ১৫ অক্টোবর।
মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট নেওয়া হবে ৪, ৫ ও ৬ নভেম্বর। ৪ নভেম্বর সকাল ৮টায় জেলা পুলিশ লাইনসে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে ৪ ডিসেম্বর সকাল ১০টায়।