ব্রেকিং নিউজ
মৌলভীবাজার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ও ভোটর সরঞ্জামাদি
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ৫১৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের ৫শত ৪৯টি ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ব্যালট পেপারসহ ভোট সংশ্লিষ্ট সরঞ্জামাদি।
শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের জন্য ৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা যার যার উপজেলার প্রত্যেকটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোট সংশ্লিষ্ট সরঞ্জামাদি প্রেরণ করেছেন।
এসময় প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও দায়িত্ব প্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট সংশ্লিষ্ট সরঞ্জামাদি গ্রহণ করেন। এদিকে জেলার ৫শত ৪৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ১শত ৪২ টি অধিক গুরুত্বপূর্ণ, ১শত ৭৯ গুরুত্বপূর্ণ ও ২শত ২৮ ভোটকেন্দ্র সাধারণ বলে চিহ্নিত করেছেন জেলা রিটার্নিং অফিসার। জেলার ৫শত ৪৯টি ভোটকেন্দ্রের ভোট সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে ১শত ৮৩ ভোটকেন্দ্রে আজ ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। এবং ভোটের দিন ৩শত ৬৬ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী জানান, সদর উপজেলা ১শত ৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি ভোটকেন্দ্র আজ ব্যালট পেপারসহ ভোট সংশ্লিষ্ট সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। এবং ভোটের দিন ৫৯টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
এদিকে মৌলভীবাজার জেলার সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিং ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্সের মধ্যে রয়েছে র্যাব ৪ টি টহল টিম আসন ভিত্তিক), সেনাবাহিনী – ৫৭৫ জন,বিজিবি-৪৬ ও বিজিবি -৫২ – ২০ প্ল্যাটুন,আনসার ব্যাটালিয়ন -৮ টি টীম,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট – ২৭ জন,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট – ৮ জন,ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি- ৪ জন । মৌলভীবাজার জেলায় – মোট ভোট কেন্দ্র ৫৪৯ মোট ভোটার সংখ্যা – ১৫, ১৬,৫৯৬ জন পুরুষ ৭৬৯৯৪৩ জন মহিলা ৭৪৬৬৪৮ জন ট্রান্সজেন্ডার ৫ জন।
ট্যাগস :