মৌলভীবাজার ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় ০৯:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে “কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক” একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৭ জুলাই দুপুর এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয় ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আখতারুজ্জামান।
ডা. আসিফ মাহবুব এন সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অনুষ্ঠানটি আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এছাড়াও জেলা প্রশাসন, মৌলভীবাজার সেমিনারে সহযোগিতা করে। বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আফরোজা হাবিব শাপলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর শফিকুল ইসলাম পাঠন প্রমুখ।
বক্তারা কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন, জনগণের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সকলেই ক্লিনিকগুলোর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন,কমিউনিটি ক্লিনিক গুলোতে যে সকল সমস্যা রয়েছে সেগুলো জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব। কারণ স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। তিনি সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সেমিনারে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অন্যান্য সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে সুপারিশ করেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের সাফল্য ও ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সির্ভিল সার্জন ডা. মোঃ মামুনুর রশিদ।
