মৌলভীবাজার চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার – ১
- আপডেট সময় ০৮:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৭৫২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ রাসেল আহমেদ (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকার একটি ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেন।
থানা সুত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের জনৈক সুমন আহমেদের বাড়ির গ্যারেজের তালা ভেঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশাটি চুরি হয়।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, সিনএনজি অটোরিকশা চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই সদর থানা পুলিশ কাজ শুরু করে। আমরা আমাদের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার করতে সক্ষম হই। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।