মৌলভীবাজার জাতীয় স্থানীয় সরকার দিবস পালন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৪:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ “স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) র্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তী মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে বক্তৃতা রাখেন গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল সহ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)