ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
উপজেলা পর্যায়ে ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে সম্মেলন আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে সুকিরাম নি হ ত কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসন হয় – ডি আই জি প্রিজন্স আলতাব হোসেন মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মৌলভীবাজারে আন্ত: কলেজ ফুটবল টূর্ণামেন্ট শুরু আল্লাহকে নিয়ে কটুক্তি ও কুরআন অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এখন সময়ের দাবি কমলগঞ্জে এক যাতায়াতের রাস্তায় চলাচলে প্রতিবন্ধিকতা, প্রশাসনের হস্তক্ষেপ তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধন 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ৮২২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধনী করা হয়।
মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের জেলা আওয়ামী লীগের চৌমুনাস্থ অফিসে ডিজিটাল স্মার্ট কর্নার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রীপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।
স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কবির বিন আনোয়ার বলেন, ‘ইতোমধ্যে ১৮টি জেলায় স্মার্ট কর্ণার চালু করা হয়েছে। আশা করছি আগামী জুলাইের মধ্যে অবশিষ্ট জেলা গুলিতে স্মার্ট কর্ণার চালু করা হবে। এরপর দেশের সব উপজেলায় এই স্মার্ট কর্ণার চালু করা হবে।
তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ একটি সামাজিক আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দেবে বাংলাদেশ আওয়ামীলীগ। স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয়। তাই দরকার স্মার্ট দল। সরকারকে স্মার্ট করতে হলে আগে দলকে স্মার্ট করতে হবে। সে লক্ষে দেশের ৭৮ টি সাংগঠনিক জেলা আওয়ামীলীগ অফিসকে স্মার্ট করা হচ্ছে।’ এখন থেকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অফিসে স্থাপিত ডিজিটাল সুবিধা সমৃদ্ধ স্মার্ট কর্ণার থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। পাশাপাশি গুজবের বিরুদ্ধে অবস্থান নেয়া সম্ভব হবে বলে তিনি জানান। এসময় জেলা আওয়ামী লীগের অফিসে ২জন করে পুরুষ ও নারী ক্যাম্পেইনারকে নিয়োগ প্রদান করা হয়।
উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজমল হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী,সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব,সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।
পরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় জেলা,উপজেলা,পৌর ও দলের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধন 

আপডেট সময় ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধনী করা হয়।
মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের জেলা আওয়ামী লীগের চৌমুনাস্থ অফিসে ডিজিটাল স্মার্ট কর্নার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রীপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।
স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কবির বিন আনোয়ার বলেন, ‘ইতোমধ্যে ১৮টি জেলায় স্মার্ট কর্ণার চালু করা হয়েছে। আশা করছি আগামী জুলাইের মধ্যে অবশিষ্ট জেলা গুলিতে স্মার্ট কর্ণার চালু করা হবে। এরপর দেশের সব উপজেলায় এই স্মার্ট কর্ণার চালু করা হবে।
তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ একটি সামাজিক আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দেবে বাংলাদেশ আওয়ামীলীগ। স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয়। তাই দরকার স্মার্ট দল। সরকারকে স্মার্ট করতে হলে আগে দলকে স্মার্ট করতে হবে। সে লক্ষে দেশের ৭৮ টি সাংগঠনিক জেলা আওয়ামীলীগ অফিসকে স্মার্ট করা হচ্ছে।’ এখন থেকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অফিসে স্থাপিত ডিজিটাল সুবিধা সমৃদ্ধ স্মার্ট কর্ণার থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। পাশাপাশি গুজবের বিরুদ্ধে অবস্থান নেয়া সম্ভব হবে বলে তিনি জানান। এসময় জেলা আওয়ামী লীগের অফিসে ২জন করে পুরুষ ও নারী ক্যাম্পেইনারকে নিয়োগ প্রদান করা হয়।
উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজমল হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী,সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব,সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।
পরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় জেলা,উপজেলা,পৌর ও দলের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।