মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১২:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ৪৮১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে কর্মরত কাজীদের সংগঠন কাজী সমিতির সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেষ্টুরেন্টে জেলা কাজী সমিতির সমন্বয় কমিটির আহবায়ক মাওলানা মুফতী কাজী মুহাম্মদ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও মাওলানা কাজী মির্জা লোকমান হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, বড়লেখা উপজেলার কাজী সমিতির সভাপতি মাওলানা কাজী হুমায়ুন আহমদ চৌধুরী, কুলাউড়া কাজী সমিতির সভাপতি মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম, শ্রীমঙ্গল কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কাজী হারুনুর রশিদ, কুলাউড়া কাজী সমিতির সহ সভাপতি মাওলানা কাজী জুনায়েদ আহমদ বেলাল, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মখলিছুর রহমান, জুড়ী কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মালিক, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সদস্য মাওলানা কাজী মনসুর আহমদ, মাওলানা কাজী নাছির উদ্দীন, মাওলানা কাজী আসাদ উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)