ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা লন্ডনের আকাশে অশ্রুর স্রোত,স্মৃতির মশালে এম সাইফুর রহমান মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যাগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল ভোটে জয়ী শিবিরের সাদিক-ফরহাদ-মহিউদ্দিন মৌলভীবাজার সরকারি ১২০ শতক জমি উদ্ধার করল জেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে একাটুনা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গ/লা/কা/টা লা/শ উ দ্ধা র কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে : জেলা প্রশাসক কমলগঞ্জে ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রে/ফ/তা র -২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন

মৌলভীবাজার জেলা পরিষদফেসবুক পেজ হ্যাক করে অশ্লীল ভিডিও পোস্ট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ১১৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এরপর সেখান থেকে একের পর এক অশ্লীল ভিডিও পোস্ট করা হচ্ছে।

এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায়  সাধারণ ডায়েরী করা হয়েছে।

সাধারণ ডায়রি সৃত্রে জানাযায়, মলয় কান্ত দেব নাথ (৩৪), পিতা: সুধীর চন্দ্র দেবনাথ, মাতা গীতা রানী দেবনাথ, জাতীয় পরিচয় পত্র নং : ৪১৬৮০১৫৯০৯, ঠিকানা (বর্তমান), গ্রাম- শাহ-মোস্তফা রোড, ইউনিয়ন ওয়ার্ড- ওয়ার্ড নং-৪, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার মোবাইল নং- ০১৯১২৭১৬১৭১
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মলয় কান্ত দেবনাথ (৩৪), পিতা-সুধীর চন্দ্র দেবনাথ, সাং-উত্তর উত্তরসুর, থানা-শ্রীমঙ্গল, বর্তমান সাং-শাহ মোস্তফা রোড (সাদিয়া কমিউনিটি সেন্টার), মৌলভীবাজার পৌরসভা, থানা ও জেলা মৌলভীবাজার। অদ্য থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়রীর আবেদন করিতেছি যে, আমি মৌলভীবাজার জেলা পরিষদে সাটলিপিকার হিসেবে কর্মরত আছি। আমার ব্যবহৃত Moloy Debnath নামক ফেইসবুক আইডি দীর্ঘদিন যাবত ব্যবহার করিয়া আসিতেছি। বিগত পাঁচ বছর পূর্বে আমার ব্যবহৃত উপরোক্ত ফেইসবুক আইডি হইতে জেলা পরিষদ, মৌলভীবাজার নামক একটি পেইজা ওপেন করি। যাহার পেইজ লিংক: https://www.facebook.com/zpml?mibextid-ZbWKwL। গত ১৭/০৩/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বর্তমান বাসায় অবস্থান কালে দেখতে পাই যে, অজ্ঞাতনামা কে বা কাহারা আমার ব্যবহৃত Moloy Debnath নামক ফেইসবুক আইডি হ্যাক করে। তাৎক্ষনিক আমি অন্য ফেইসবুক আইডি হইতে আমার ব্যবহৃত ফেইসবুক আইডিতে লগ-ইন করার চেষ্টা করিলে This page isnt available at the moment দেখায়। এক পর্যায়ে অদ্য ১৮/০৩/2028 খ্রিঃ তারিখ হইতে অজ্ঞাতনামা ব্যক্তি আমার ব্যবহৃত জেলা পরিষদ, মৌলভীবাজার নামক ফেইসবুক পেইজিটি হ্যাক করে ফেলে। অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত পেইজ হইতে অশ্লীল, বিকৃত্ত ভিডিও পোস্ট করিয়া আমি তথা জেলা পরিষদ, মৌলভীবাজার এর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করিতেছে। অজ্ঞাতনামা ব্যক্তি যেকোন সময় উক্ত আমার ফেইসবুজ প্রোফাইল ও ফেইসবুক পেইজ হইতে রাষ্ট্র বিরোধী, ধর্ম বিরোধী এবং আপত্তিকর স্ট্যাটাস করিয়া অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার সমূহ সম্ভবনা রহিয়াছে। বিধায় উপরোক্ত বিষয়ে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়রীর আবেদন করা একান্ত প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা পরিষদফেসবুক পেজ হ্যাক করে অশ্লীল ভিডিও পোস্ট

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এরপর সেখান থেকে একের পর এক অশ্লীল ভিডিও পোস্ট করা হচ্ছে।

এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায়  সাধারণ ডায়েরী করা হয়েছে।

সাধারণ ডায়রি সৃত্রে জানাযায়, মলয় কান্ত দেব নাথ (৩৪), পিতা: সুধীর চন্দ্র দেবনাথ, মাতা গীতা রানী দেবনাথ, জাতীয় পরিচয় পত্র নং : ৪১৬৮০১৫৯০৯, ঠিকানা (বর্তমান), গ্রাম- শাহ-মোস্তফা রোড, ইউনিয়ন ওয়ার্ড- ওয়ার্ড নং-৪, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার মোবাইল নং- ০১৯১২৭১৬১৭১
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মলয় কান্ত দেবনাথ (৩৪), পিতা-সুধীর চন্দ্র দেবনাথ, সাং-উত্তর উত্তরসুর, থানা-শ্রীমঙ্গল, বর্তমান সাং-শাহ মোস্তফা রোড (সাদিয়া কমিউনিটি সেন্টার), মৌলভীবাজার পৌরসভা, থানা ও জেলা মৌলভীবাজার। অদ্য থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়রীর আবেদন করিতেছি যে, আমি মৌলভীবাজার জেলা পরিষদে সাটলিপিকার হিসেবে কর্মরত আছি। আমার ব্যবহৃত Moloy Debnath নামক ফেইসবুক আইডি দীর্ঘদিন যাবত ব্যবহার করিয়া আসিতেছি। বিগত পাঁচ বছর পূর্বে আমার ব্যবহৃত উপরোক্ত ফেইসবুক আইডি হইতে জেলা পরিষদ, মৌলভীবাজার নামক একটি পেইজা ওপেন করি। যাহার পেইজ লিংক: https://www.facebook.com/zpml?mibextid-ZbWKwL। গত ১৭/০৩/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বর্তমান বাসায় অবস্থান কালে দেখতে পাই যে, অজ্ঞাতনামা কে বা কাহারা আমার ব্যবহৃত Moloy Debnath নামক ফেইসবুক আইডি হ্যাক করে। তাৎক্ষনিক আমি অন্য ফেইসবুক আইডি হইতে আমার ব্যবহৃত ফেইসবুক আইডিতে লগ-ইন করার চেষ্টা করিলে This page isnt available at the moment দেখায়। এক পর্যায়ে অদ্য ১৮/০৩/2028 খ্রিঃ তারিখ হইতে অজ্ঞাতনামা ব্যক্তি আমার ব্যবহৃত জেলা পরিষদ, মৌলভীবাজার নামক ফেইসবুক পেইজিটি হ্যাক করে ফেলে। অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত পেইজ হইতে অশ্লীল, বিকৃত্ত ভিডিও পোস্ট করিয়া আমি তথা জেলা পরিষদ, মৌলভীবাজার এর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করিতেছে। অজ্ঞাতনামা ব্যক্তি যেকোন সময় উক্ত আমার ফেইসবুজ প্রোফাইল ও ফেইসবুক পেইজ হইতে রাষ্ট্র বিরোধী, ধর্ম বিরোধী এবং আপত্তিকর স্ট্যাটাস করিয়া অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার সমূহ সম্ভবনা রহিয়াছে। বিধায় উপরোক্ত বিষয়ে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়রীর আবেদন করা একান্ত প্রয়োজন।