ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
নিজস্ব সংবাদ : মৌলভীবাজারে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্টিত হয়।
জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করে কর্মরত পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. মনজুর রহমান এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এর সঞ্চালনায় কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় মৌলভীবাজার জেলায় কর্মরত নায়েক শামীম আহমেদ জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করায় তার হাতে স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
এছাড়াও সুপার জেলা পুলিশের মটরযান শাখা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ লাইনস্ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন করেন পুলিশ সুপার। জেলা পুলিশের এসকল অনুষ্টানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমূখ।
এছাড়াও অনুষ্টানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :