ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ৯৯৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার ১১ এপ্রিল পুলিশ সুপার বাস ভবনে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের জজ শামীমা আফরোজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন,প্রেসক্লাবের সভাপতি এম এ সালামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ,প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি,ছাত্রলীগের নেতৃবিন্দ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা বজলুর রশিদ।

ট্যাগস :