মৌলভীবাজার পানি নিষ্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়
- আপডেট সময় ০৩:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ৩০১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ পলিথিন, কাগজ, প্লাস্টিক ইত্যাদি সামগ্রী দ্বারা মৌলভীবাজার শহরের ড্রেনটি প্রায় বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষীবলা স্কুল রোড এলাকার বাসা-বাড়ি ও দোকান-পাটের ময়লা আবর্জনা স্তুূপাকারে পড়ে প্রায় ময়লার ভাগাড় হয়ে আছে ড্রেনটি। ময়লা আর পানি একত্রে মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে পড়েছে।
পানির প্রবাহ বন্ধ হয়ে ফুঁলেফেপে আছে ড্রেনটি। ফলে সৃষ্টি হচ্ছে মশার লার্ভা।
পৌর এলাকার বাসিন্দা আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব বলেন, আমরা নিজেরা সচেতন হওয়া প্রয়োজন আগে। দেখা যায় পৌরসভার লোকজন পরিস্কার করে যাওয়ার পর পরেই বাজার বাসাবাড়ির ময়লা এনে ড্রেনে ফেলে দেয়। ডাস্টবিন থাকা সত্বেও ডাস্টবিনে না ফেলে দুর থেকে ড্রেনের মধ্যে ময়লা ছুড়ে ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, আমি বারবার উদ্যোগ নিয়েও কিছু অসচেতন মহলের ড্রেনে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করা যাচ্ছে না। পৌর নাগরিকেরা যেন পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা বাড়িতেই পৃথকীকরণ এই করেন সেজন্য আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছি।