পুবালি ব্যাংক’র ইসলামী কর্ণার উদ্বোধন
- আপডেট সময় ০৮:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৪৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার শাখায় পূবালী ব্যাংক পিএলসি’র ‘ইসলামী কর্ণার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মুন্সিবাজার শাখায় ইসলামী কর্ণার উদ্বোধন করা হয়।
পুবালি ব্যাংক মুন্সিবাজার শাখার ম্যানেজার এম. ডি. রকিবুল হাসান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফিতা ও কেক কেটে পূবালী ব্যাংক মুন্সিবাজার শাখার অভ্যন্তরে ইসলামী কর্ণার এর উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেটস্থ সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মৌলভীবাজারস্থ আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, শাখা ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় পূবালী ব্যাংক পিএলসি মুন্সিবাজার শাখায় ইসলামী কর্ণারের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহকরা ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন




















