মৌলভীবাজার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ মনজুর রহমান

- আপডেট সময় ০১:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৩৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মৌলভীবাজার জেলা পুলিশের দায়িত্ব গ্রহন করেছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় সবশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মোঃ মনজুর রহমান ভালোকাজের স্বীকৃতি স্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।
