ব্রেকিং নিউজ
মৌলভীবাজার পৌরসভার উদ্যাগে সচেতনতা মূলক র্যালী
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:১৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ৪৬৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার পৌরসভার উদ্যাগে মৃত্যু ও জন্মনিন্ধনের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক এ প্রতিপাদ্যকে সামনে রেখে জন্ম-নিবন্ধন ও মৃত্যু-নিবন্ধন সর্ম্পকীয় সচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) দুপুরে পৌরসভা ভবন থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক পদক্ষিন করে প্রতিটি বাসা ও দোকানে গিয়ে লিফলেট বিতরন করা হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসনের (উপ সচিব) ডি.ডি এল জি মলিক্কা দে,মেয়র মোঃ ফজলুর রহমান,নিবার্হী প্রকৌশলী নকিবুর রহমান,কাউন্সিলর ফয়সল আহমদ, কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :