মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি পেয়েছে ২শ২১ জন শিক্ষার্থী
- আপডেট সময় ১০:০০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ৬৮১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ২শ২১ জন এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ১৯ নভেম্বর সকালে পৌর জনমিলন কেন্দ্রে এ আলোচনা,সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় ও পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: শাহিনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
বক্তব্যে রাখেন,মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, মৌলভীবাজার মেধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মৌলভীবাজার মহিলা সমিতির সাধারণ সম্পাদক ডা. নাজনীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের পৌরসভার কাউন্সিলর মহিলা কাউন্সিলরসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবৃত্তির কমিটির সদস্যরা হলেন : প্রধান পৃষ্ঠপোষক- মেয়র ফজলুর রহমান, আহ্বায়ক- অধ্যাপক আব্দুল খালিক, সদস্য- জসীম উদ্দীন মাসুদ, হাসানাত কামাল, অ্যাডভোকেট পার্থ সারথি পাল, শর্মিলা দেব, তাহমিদা ইসলাম কনক এবং রাশেদা বেগম।