মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেনের মাতা আর নেই…পৌর মেয়রের শোক
- আপডেট সময় ১১:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ৬৬১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র নাহিদ হোসেনের মা জেবুন্নেছা খানম (৯৫) আর নেই।
বুধবার (৩০ মার্চ) বেলা ৩ টা১০ মিনিটের দিকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
জানাযায়, আগামীকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলা জামে মসজিদে (কোর্ট মসজিদ) মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বেলা সাড়ে ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গ্রামে নিজবাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
এদিকে জেবুন্নেছা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেয়র ফজলুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ।
জেবুন্নেছা খানম মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে কাউন্সিলর নাহিদ হোসেন এবং মেয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন