মৌলভীবাজার বাসী চীনের সহায়তায় মেডিকেল চায়

- আপডেট সময় ১০:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশে চীনের সহায়তায় তিনটি বড় হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। এরমধ্যে একটি হাসপাতাল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় স্থাপনের দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে মৌলভীবাজার বাসী।
সিলেটের মৌলভীবাজার জেলায় চীনের হাসপাতাল চায় ছাত্র-জনতা বাংলাদেশে চীনের সহায়তায় তিনটি বড় হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে।
এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবার দিক থেকে পিছিয়ে থাকা জনবহুল, মৌলভীবাজার জেলার,শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, জুড়ী,বড়লেখা উপজেলাসহ স্বাস্থ্য সেবার দিক থেকে পিছিয়ে থাকা জনবহুল। একটি হাসপাতাল স্থাপনে যেমন লাভজনক হবে তেমনি মানুষের উন্নত স্বাস্থ সেবা প্রাপ্তিও সহজ হবে।
এছাড়া মৌলভীবাজার জেলায় একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে রেমিট্যান্স প্রবাহ থাকে প্রতি বছর। সিলেট বিভাগ-প্রাকৃতিক ও অর্থনৈতিক দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্য দিকে অত্যাধুনিক চিকিৎসা সেবার যথেষ্ট অভাব রয়েছে।
দেশে থাকা প্রবাসী স্বজনদের উন্নতমানের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করতে পারবে। এই প্রেক্ষিতে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপন খুবই উপযুক্ত স্থান বলে সাধারণ মানুষ মনে করি।
