ব্রেকিং নিউজ
মৌলভীবাজার বিশেষ অভিযানে গ্রেফতার-১০
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৯২৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৪ জন, সাধারণ ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) মৌলভীবাজার সদর মডেল থানার ০৬টি বিশেষ টিম এই অভিযানে অংশগ্রহণ করে ১০ আসামিকে গ্রেফতার করে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান উপলক্ষে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মশিউর রহমান এবং পুলিশ পরিদর্শক (অপাঃ) মোঃ আবুল কালাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, অফিসার ফোর্সের সমন্বয়ে এসআই(নিঃ)/রতন কুমার হালদার এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত পলাতক আসামী ১। উজ্জল মিয়া (৩২), পিতা-মৃত জমির মিয়া, সাং-বারহাল, সাজা প্রাপ্ত অপর আসামী ২। জাহানারা বেগম, স্বামী-এখলাছুর রহমান, সাং-দক্ষিন বাড়ন্তি, উভয় থানা ও জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)/জাকির হোসেন রুবেল এর নেতৃত্বে এএসআই(নিঃ)/সাইদুর এএসআই(নিঃ)/মোশাহিদ কামাল ও কং/৫৯৩ শুকুর আলমদের সহায়তায় মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত আসামী ১। ছইদুল হোসেন, পিতা-মৃত তরমুজ আলী, ২। মুক্তার মিয়া, পিতা-মৃত রফিকুল মিয়া, উভয় সাং-ব্রাহ্মনগ্রাম, থানা ও জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)/কাঞ্চন দাস এর নেতৃত্বে এএসআই(নিঃ)/সুখলাল দাস, এএসআই (নিঃ)/মোঃ মোদারিছ মিয়া, কং/৫৫৩ মং মং সিংহদের সহায়তায় মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ১। মোঃ আলমগীর মিয়া, পিতা-মৃত হানিফ খান, সাং- পূর্ব কাজিরগাও (বশির উদ্দিন এর বাড়ী), থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)/মোঃ আবু নাইয়ুম মিয়ার এর নেতৃত্বে এএসআই (নিঃ)/জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কং/৬৬৮ রোপন মিয়াদের সহায়তায় মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ১। নজরুল ইসলাম, পিতা-আঃ গণি, সাং-আবাসিক এলাকা, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ)/আনোয়ার হোসেন এর নেতৃত্বে এএসআই (নিঃ)/ সাজ্জাদ হোসেন, কং/১০০৪ আব্দুল্লাহদের সহায়তায় মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ১। আছাদ আলী, পিতা-আনু মিয়া, সাং- বড়হাট, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই(নিঃ)/ সৈয়দ বশির আহমদ এর নেতৃত্বে, এএসআই (নিঃ)/সাকির হোসেন, এএসআই(নিঃ)/জহুরুল ইসলাম, কং/১০০৮ ওয়াশিমুল বারী, কং/৩৮০ গোলাম হাবিবদের মৌলভীবাজার সদর মডেল থানার মামলার এজাহার নামীয় পলাতক আসামী ১। সমছু মিয়া(৫০), পিতা-মৃত সুন্দর উল্যা, ২। ওয়াশিম মিয়া(২২), পিতা-সমছু মিয়া, ৩। জসিম মিয়া (২৫), পিতা-সমছু মিয়া সর্ব সাং- সদ্রাকোনা, ১০নং নাজিরাবাদ ইউনিয়ন, থানা ও জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :