মৌলভীবাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান,মজুতদারকে জরিমানা

- আপডেট সময় ১২:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১৬৯৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে মজুত দারের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন
রোববার (২ মার্চ) রাত ১১টার দিকে শহরের পশ্চিমবাজার কুদরত উল্লাহ সড়কে অবৈধভাবে মজুত রাখায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন, মেজর মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজ উদ্দিন।
এ সময় ইমরান এন্ড ব্রাদার্স তেল মজুতরাখায় ৫০ হাজার টাকা ও সোহেল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরামানা করা হয়।
মজুত পাওয়া যায়, সয়াবিন তেল – ১৭৩১,চিনি- ৪৭৫০ কেজি,ছোলা- ২৮৫০ কেজি। মেয়াদোত্তীর্ণ দ্রব্যসামগ্রী মরিচের গুঁড়ো-৩ কেজি, কোমল পানীয় ১ লিঃ – ৬ কেইস
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দীন বলেন, আমরা দেখছি রমজান এলে এই সময় আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা যেন সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়ে। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন সেইগুলোর মজুতদারি দাম বৃদ্ধিসহ নানা কারসাজি তারা করে থাকে তাই
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান চলমান থাকবে ।
