মৌলভীবাজার ভারতীয় নাসির বিড়িসহ আটক
- আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ৬৮৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা গেয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা পুলিশ।
রবিবার (২১ আগস্ট) মৌলভীবাজার সদর মডেল থানার ১নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকার মেসার্স আলহাজ্ব আব্দুর রাজ্জাক এন্ড কোং এর ফিলিং ষ্টেশনের সামনে থেকে প্রায় দুই লক্ষ বায়ান্ন হাজার শলাকা নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুজন হলো, মোঃ জামাল আহমদ (২১) ও মোঃ জুয়েল আহমদ (২০)। তারা দুজনেই সিলেট জেলার গোয়াইনঘাট থানার ৬ নং ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।
উদ্বারকৃত অবৈধ নাসির বিড়ির মূল্য প্রায় ৬ লক্ষ ত্রিশ হাজার টাকা। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই নাসির বিড়িসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

















