ব্রেকিং নিউজ
মৌলভীবাজার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৬৭৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: বিদ্যুৎ গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ কেভি লাইনের শাখা প্রশাখা কর্তন এবং মেরামত কাজের জন্য নিম্ন-বর্ণিত সিডিউল মোতাবেক নিয়ে ছকে বর্ণিত ১১ কেভি লাইনের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
বন্ধের তারিখ ও সময়
২৫/০১/২০২৫ইং, সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা এসব এলাকা হচ্ছে শান্তিবাগ, সেন্ট্রাল রোড, এম. সাইফুর রহমান রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, মুসলিম কোয়ার্টার,বেরীরচড়,দরগামহল্লা, ওয়াপদা রোড, রঘুদনপুর, সদরহাসপাতাল, দরগামহল্লা,কুদালীপুল ।
২৬/০১/২০১৫ইং, সকাল ৮.০০ ঘটিকা হইতে বিকাল ৫.০০ ঘটিকা এসব এলাকা হচ্ছে শাহ-মোস্তফা রোড, দরগামহল্লা, বেরীর পাড়, দর্জিরমহল, সিলেট রোড, কুসুমবাগ, এম.সাইফুর রহমান রোড, বড়হাট ।
২৭/০১/২০১৫ইং, সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা এসব এলাকা হচ্ছে চৌমুহনা, সৈয়ারপুর,শমসেরনগর রোড,কার্তিক চন্দ্র রোড, রিয়াছত উল্লা রোড, মাতারকাপন, মাইজপাড়া, শিমুল তলা, মনুব্রীজ, ধনাশ্রী, হাসানপুর
২৮/০১/২০২৫ইং, সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ঘটিকা এসব এলাকা হচ্ছে চাঁদীঘাট ,ইসলামপুর, একাটুনা, কালারবাজার, উত্তরমুলাইম, নবীনগর, রায়পুর, বিরাইমাবাদ, মল্লিকসরাই, শান্তিবাগ।
২৯/০১/২০২৫ইং, সকাল ৮ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা এসব এলাকা হচ্ছে ওয়াপদা রোড,নোয়াওগা,শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, ধরকাপন,সিলেট রোড, হিলালপুর, মোস্তপাপুর রোড।
৩০/০১/২০২৫ইং, সকাল ৮ঘটিকা হইতে বিকাল ০৫ ঘটিকা এসব এলাকা হচ্ছে কোর্ট রোড,বেজবাড়ী, পিটিআইরোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভকেশানাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার ।
০১/০২/২০২৫ইং, সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা এসব এলাকা হচ্ছে কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিন কলিমাবাদ, আরামবাগ, টিকরবাড়ী, কোট রোড, টিভি হাসপাতাল রোড, শাহ-মোস্তফা রোড, গীর্জাপাড়া, চৌমুহনা,সাবিয়া, গুজারাই ।
২/০২/২০২৫ইং, সকাল ৮.০০ ঘটিকা হইতে বিকাল ০৫.০০ ঘটিকা এসব এলাকা হচ্ছে ওয়াপদা রোড, কাজিরগাঁও, উত্তর কলিমাবাদ, দক্ষিন কলিমাবাদ, দরগামহল্লা,,নোয়াওগা,শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, ধরকাপন,সিলেট রোড, হিলালপুর, মোস্তপাপুর রোড।
ট্যাগস :